Posts

Showing posts from June, 2014

রসমালাই

Image
উপকরন: তরল দুধ ৪ কাপ ,চিনি ২কাপ ,গুড়ো দুধ ২ কাপ ,বেকিং পাউডার ২ চা চামচ, ডিম ২টা ,কর্নফ্লাওয়ার ২ চা চামচ প্রনালী: ১/প্রথমে একটি হাঁড়িতে তরল দুধ ,চিনি, পানি মিশিয়ে সাথে কর্নফ্লাওয়ার দিয়ে ঘন রস করে রাখতে হবে; ২/একটি বাটিতে ২কাপ গুঁড়ো দুধের সাথে বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নিন ৩/এবার ডিম ফেটিয়ে একটু একটু করে মেশান. গোলা করে রসে ছাড়ুন. ৬মিনিট পর চুলা থেকে নামান/কয়েক ঘন্টা ভিজিয়ে রাখা ভালো

মুরগীর শাহী রোস্ট

Image
উপকরণঃ ১. আস্ত মুরগী ১টা ২. পেঁয়াজ বাটা ১ কাপ ৩. আদা বাটা ১ টেবিল চামচ ৪. পোস্ত বাটা ১ টেবিল চামচ ৫. জায়ফল-জয়ত্রী বাটা আধা চা চামচ ৬. এলাচ ২ টুকরা ৭. দারচিনি ২ টুকরা ৮. রোজমেরি বাটা আধা চা চামচ ৯. গোলাপের পাপড়ি ১ চা চামচ ১০. কাজুবাদাম, পেস্তা, কিশমিশ বাটা ২ টেবিল চামচ ১১. টকদই ১ কাপ ১২. মিষ্টিদই সিকি কাপ ১৩. ক্রিম ২ টেবিল চামচ ১৪. পাপড়িকা ১ চা চামচ ১৫. পেঁপে বাটা ১ চা চামচ ১৬. বেরেস্তা ১ কাপ ১৭. ঘি সিকি কাপ ১৮. কাঁচামরিচ পরিমাণমতো ১৯. লবণ স্বাদমতো প্রণালিঃ সব মসলা দিয়ে মেখে মুরগী মেরিনেট করুন ১ ঘন্টা। মসলা থেকে তুলে মুরগীটা ভেজে তুলুন। পাত্রে ঘি দিয়ে এতে মসলা দিয়ে কষিয়ে ভাজা মুরগী দমে রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে গেলে বেরেস্তা ও কাঁচামরিচ দিয়ে আরও ৫ মিনিট দমে রেখে নামিয়ে কাজু ছড়িয়ে পরিবেশন করুন।

খাসির গ্লাসি

Image
উপকরণ:  খাসির মাংস (রানের) এক কেজি আট টুকরা। ডিম আটটা, তেল আধা লিটার, আদা ২০০ গ্রাম, রসুন ২০০ গ্রাম, গরম মসলা ১০০ গ্রাম, ঘি ২০০ গ্রাম, দুধের মালাই ২০০ গ্রাম, বাদাম ১০০ গ্রাম, কাঁচা মরিচ ১০০ গ্রাম, পেঁয়াজ আধা কেজি, দুধ আধা কেজি, লবণ পরিমাণমতো। প্রণালি:  সব ধরনের মসলা একত্রে বেটে মাংসের সঙ্গে ভালো করে মাখিয়ে ২০ মিনিট একটি পাত্রে ঢেকে রাখতে হবে। এবার মসলা মেশানো মাংস এক থেকে দুই লিটার পানি দিয়ে ২০ মিনিট চুলায় দমে রাখতে হবে। ২০ মিনিট পার হলে একটু পর পর ঢাকনা খুলে মাংস নাড়া দিতে হবে। এভাবে এক ঘণ্টা চলবে। মাংস সেদ্ধ হলে সেদ্ধ করা ডিম মাংসে ঢেলে দিয়ে পাঁচ মিনিটের মতো চুলায় রাখতে হবে। এবার ঘি দিয়ে পেঁয়াজ কুচি ভেজে তাতে মাংস ঢেলে কষিয়ে নিতে হবে। এবার তাতে দুধ, মালাই ও বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করতে হবে। মনে রাখবেন, গ্লাসিতে কখনোই আলু দেয়া যাবে না।

চিকেন ভেজিটেবল রোল

Image
উপকরণ: ক. চিকেন কিমা ১ কাপ, গাজরকুচি ২ টেবিল-চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, রসুনবাটা ১ টেবিল-চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল-চামচ, হলুদগুঁড়া আধা টেবিল-চামচ, টমেটো সস ১ টেবিল-চামচ, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য যতটুকু লাগে। খ. প্যান কেক তৈরি করতে লাগবে ময়দা ১ কাপ, আতপ চালের গুঁড়া ১ কাপ, ডিম ১টি, লবণ পরিমাণমতো এবং প্রয়োজনমতো পানি। গ. ভাজার জন্য টোস্টের গুঁড়া ১ কাপ, ফেটানো ডিম ১টি, তেল ভাজার জন্য পরিমাণমতো। প্রণালি: ক. উপকরণগুলো দিয়ে একটি পুর তৈরি করে নিতে হবে। খ. উপকরণ দিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে এক হাতা করে গোলা ছড়িয়ে দিতে হবে। মাঝখানে পুর দিয়ে রোল তৈরি করতে হবে। গ. উপকরণ দিয়ে ফেটানো ডিম দিয়ে টোস্টের গুঁড়া মেখে ডুবো তেলে বাদামি রং করে ভেজে পরিবেশন করুন..

চাইনিজ ভেজিটেবল

Image
উপকরণ: পেঁপে টুকরা ১ কাপ, গাজর টুকরা ১ কাপ, বরবটি ২টি টুকরা করা, বেবিকন কয়েকটি, পেঁয়াজ পাতা পরিমাণমতো, মুরগির বুকের মাস আধা কাপ, মুরগি মাখানোর জন্য আদা রসুন বাটা আধা চা চামচ, সয়াসস ১ চা চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, চিনি সামান্য, লবন পরিমানমত, তেল ১ টেবিল চামচ, বড় পেঁয়াজ ১টা কোয়া ছাড়ানো, রসুন কুচি সামান্য, কাঁচামরিচ (আস্তা) ২টি। *আপনি চাইলে চিংড়ী, মাশরুম দিতে পারেন। প্রণালী : ১। সবজিতে অল্প পানি দিয়ে হালকা সিদ্ধ হলে ছেঁকে নিন। ভেজিটেবল স্টক রেখে দিন । ২। মুরগির মাংস পাতলা ও স্লাইস করে আদা-রসুন বাটা ও লবণ দিয়ে মেখে রেখে দিন। কর্নফ্লাওয়ারে অল্প স্টক দিয়ে গুলে রাখুন। ৩। প্যানে তেল দিয়ে রসুন কুচি হালকা লাল হলে মাখা মাংসটা দিয়ে ভাজুন। ৪। কিছুক্ষণ ভাজা হলে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে ভেজে সবজি ঢেলে দিন। ৫। এবার লবণ, সয়াসস, চিনি ও সস দিয়ে নেড়ে অল্প ভেজিটেবল স্টক দিন। কমে আসলে কর্নফাওয়ার দিয়ে নেড়ে নামিয়ে নিন। এরপর গরম গরম পরিবেশন করুন।

মিষ্টি দই

Image
উপকরণ:  দুধ  ১ লিটার, চিনি ২০০ গ্রাম, ফুডকালার সামান্য (ইচ্ছা হলে), দইয়ের বীজ (আগের দই) ২ টেবিল-চামচ, মাটির হাঁড়ি একটি। প্রণালি:  দুধে ১ কাপ পানি মিশিয়ে মাঝারি আঁচে জ্বাল দিতে হবে। ১ লিটার দুধ জ্বাল দিয়ে ৭৫০ মিলিলিটার হলে দই ভালো হয়। মিষ্টি দইয়ের ক্ষেত্রে চিনি দিয়ে দুধ মাঝেমধ্যে নাড়তে হবে। দুধ ঘন হলে চুলা থেকে নামিয়েও নাড়তে হবে। কিছুটা ঠান্ডা হলে মাটির হাঁড়িতে ঢেলে দইয়ের বীজ দিয়ে নেড়ে ঢেকে দিতে হবে। পাঁচ-ছয় ঘণ্টা পর দই জমে যাবে। ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে তুলে রাখুন ঘরে পাতা মিষ্টি দই। কিশমিশ দিয়ে পরিবেশন করা যায় ডেজার্ট হিসেবে।

জিলাপি

Image
উপকরণ :  ময়দা ৪ কাপ, খাবার সোডা দেড় চা চামচ, পানি ২ কাপ, জাফরান ১ চিমটি, গোলাপজল আধা চা চামচ, তেল ভাজার জন্য। সিরা করতে লাগবে পানি ৪ কাপ, চিনি ৬ কাপ। প্রণালী :  ময়দা, জাফরান, গোলাপজল ও খাবার সোডা একসঙ্গে মিলিয়ে এরপর অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে মেখে নিন। ৪৮ ঘন্টা রেখে মোটা কাপড়ে মিশ্রণ নিয়ে চিকন ছিদ্র করে ছোট ছোট প্যাঁচে জিলাপি গরম তেলে ভাজুন। পানি ও চিনি একসঙ্গে জ্বাল দিয়ে সিরা তৈরি করুন। মচমচে করে ভেজে সিরায় দিয়ে কিছুক্ষণ রেখে জিলাপি তুলে নিন। ঠাণ্ডা হলে পরিবেশন করুন।

রসগোল্লা

Image
উপকরণ :  ছানা ৩ কাপ, ময়দা ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, সুজি ২ চা চামচ, চিনি ২ টেবিল চামচ, খাওয়ার সোডা ১ চিমটি, এলাচি গুঁড়া সামান্য। সিরা তৈরি :  ৫ কাপ চিনি ৫ কাপ পানি দিয়ে জ্বাল করে পাতলা সিরা তৈরি করে নিতে হবে। যেভাবে তৈরি করবেন : ১. একটি ছড়ানো পাত্রে মুঠমুঠ করে ময়ান করা ছানা দিয়ে একে একে সব শুকনা উপকরণ ছড়িয়ে দিন। ২. হাতের তালু দিয়ে সব উপকরণ ভালোভাবে মেখে নিন। ৩. এবার হাতে তেল মেখে ছানার মিশ্রণকে গোল গোল মিষ্টি বানান। ৪. এবার পাতলা সিরায় মিষ্টি দিয়ে চুলার আচ বাড়িয়ে ঢেকে দিন। ৫. মিষ্টি যখন ফুলে দ্বিগুণ হয়ে যাবে, তখন চামচে করে গরম সিরার মধ্যে ঠাণ্ডা পানি মিলিয়ে দিন। ৬. মিষ্টি সেদ্ধ হলে নামিয়ে ৭-৮ ঘণ্টা সিরায় রেখে এরপর পরিবেশন করুন।

কালোজাম মিষ্টি

Image
উপকরণঃ ছানা দেড় কাপ, মাওয়া আধা কাপ, ময়দা আধা কাপ, ঘি ১ টেবিল চামচ, গুঁড়া চিনি ১ টেবিল চামচ, খাওয়ার সোডা সামান্য, লাল রং সামান্য। ছানা তৈরিঃ দুধ ১ কেজি, সাদা ভিনেগার আধা কাপ ও পানি আধা কাপ একসঙ্গে মিলিয়ে নিতে হবে। দুধ জ্বাল করে একটা বলক তুলে নিতে হবে। এখন চুলা বন্ধ করে ভিনেগার মেলানো পানিটা ঢেলে দিতে হবে। ছানা ঠান্ডা হলে কাপড়ে ছেঁকে ঝুলিয়ে রাখতে হবে। মাওয়া তৈরিঃ গুঁড়া দুধ আধা কাপ, আইসিং সুগার ২ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, গোলাপ জল ১ চা চামচ। সব একসঙ্গে মিলিয়ে চালনি দিয়ে চেলে নিতে হবে। প্রণালীঃ শুকনা ময়দায় ঘি ও চিনি দিয়ে ময়ান দিতে হবে। মাওয়া ঝুরি করে নিতে হবে। খাওয়ার সোডা সামান্য পানিতে গুলে নিতে হবে। ময়দা, ছানা, মাওয়া, খাওয়ার সোডা ও রং মিলিয়ে ভালো করে মেখে মসৃণ খামির বানাতে হবে। ছোট ছোট কালো জাম বানিয়ে ডুবোতেলে অল্প আঁচে লাল করে ভেজে (কালোজাম কড়া করে ভাজতে হবে) গরম সিরায় ছাড়তে হবে। ৮-১০ মিনিট জ্বাল করে চুলা বন্ধ করে রেখে দিতে হবে। ঠান্ডা হলে সিরা থেকে তুলে মাওয়ায় গড়িয়ে সাজিয়ে পরিবেশন করুন। সিরা তৈরিঃ চিনি ৪ কাপ, পানি ৪ কাপ, এলাচ ৪-৫ টা, গোলাপ জল ১ চা চামচ। সব একসঙ্গে মিলিয়ে ...

গ্রেভি চিকেন গ্রিল

Image
উপকরণঃ ১. মুরগি আস্ত ১টা ২. আদাবাটা ১ টেবিল চামচ ৩. টমেটো সস ১ টেবিল চামচ ৪. রসুনবাটা ১ চা চামচ ৫. মরিচের গুঁড়া ১ টেবিল চামচ ৬. টক দই সিকি কাপ ৭. লেবুর রস ১ টেবিল চামচ ৮. তন্দুরি মসলা ১ টেবিল চামচ ৯. পোস্তদানাবাটা ১ টেবিল চামচ ১০. জায়ফল, জয়ত্রি, এলাচ, দারচিনি, বিট লবণ, জিরা ও পাঁচফোড়ন মিলিয়ে গুঁড়া করা ১ চা চামচ ১১. কেশর ১ চিমটি ১২. ঘি বা মারজারিন ৪ টেবিল চামচ ১৩. লবণ পরিমাণমতো ১৪. চিনি ১ টেবিল চামচ ১৫. পেঁয়াজ বেরেস্তা আধা কাপ ১৬. সাদা গোলমরিচ গুঁড়া সিকি চা চামচ প্রণালিঃ আস্ত মুরগি কাঁটা চামচ দিয়ে কেচে সব মসলা ও লবণ দিয়ে এক ঘণ্টা রেখে দিন। অল্প মসলা তুলে আলাদা করে রাখুন। এবার ২০০ ডিগ্রি তাপে ওভেনে ৪০-৪৫ মিনিট অথবা চুলায় কয়লার আগুনে গ্রিল করুন। পোড়া পোড়া হলে নামিয়ে রাখুন। পাত্রে ঘি বা মারজারিন দিয়ে মুরগির অবশিষ্ট মসলা ও বাকি উপকরণগুলোর সঙ্গে টক দই ও পেঁয়াজ বেরেস্তা ভেঙে সামান্য পানি দিয়ে কষিয়ে ভুনা করে নামাতে হবে। ভুনা মসলার সঙ্গে গ্রিল করা মুরগি ভালোভাবে মাখিয়ে নানরুটি অথবা পরোটার সঙ্গে পরিবেশন।

লাজিজ কাবাব

Image
উপকরণ:  হাড়ছাড়া মুরগি পরিমাণমতো, টক দই ১০০ গ্রাম, কাশ্মীরি লং ১০০ গ্রাম, গরম মসলা ২০ গ্রাম, এলাচ বাটা চা চামচের চার ভাগের এক ভাগ, হলুদ আধা চা চামচ, মাখন ৫০ গ্রাম, আদা-রসুন বাটা এক চা চামচ এবং সরিষা ২০ গ্রাম। প্রস্তুত প্রণালি: প্রথমে মুরগিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে লবণ এবং আদা-রসুন বাটা দিয়ে সুন্দর করে মেখে নিন। এরপর কিছুক্ষণ রেখে দিন। অন্য একটি পাত্রে টকদইসহ বাকি সব উপকরণ নিয়ে একসঙ্গে মিশিয়ে নিন। মুরগিটাকে ঢেলে নিন এবং ভালোমতো ম্যারিনেট করে ওভেন অথবা তান্দুরে রান্না করে নিন। অবশেষে পুদিনা পাতা ও চাটনিসহ পরিবেশন করুন দারুণ মজার লাজিজ কাবাব।  

হানি চিকেন কাবাব

Image
উপকরণ-  হাড় ছাড়া মুরগির মাংস- ২ কাপ মধু- ১/২ কাপ শুকনা মরিচ বাটা- ১ চা চামচ গোল মরিচ গুঁড়া- ১ চা চামচ আদা বাটা- ১ চা চামচ রসুন বাটা- ১ চা চামচ সয়াসস- ২ টেবিল চামচ লেবুর রস- ১ টেবিল চামচ টমেটো সস- ১ টেবিল চামচ বাঁশের কাঠি বা টুথ পিক- প্রয়োজন মত ক্যাপ্সিকাম/ পিঁয়াজ/টমেটো/গাজর ডুমো করে কাটা (ঐচ্ছিক)- প্রয়োজনমত তেল- প্রয়োজন মত (বাদাম তেল হলে ভালো হয়) প্রণালী- -মুরগির মাংস কিউব করে কেটে নিন। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। -সমস্ত মশলা দিয়ে মাংস মাখিয়ে নিন। সম্ভব হলে রেখে দিন ৩০ মিনিট। না রাখলেও ক্ষতি নেই খুব একটা। -এবার বাঁশের কাঠির সাথে মাংস গেঁথে নিন। সবজি ব্যবহার করতে চাইলে এক টুকরো মাংস, এক টুকরো সবজি- এইভাবে সাজিয়ে নিন। -প্যানে তেল দিন। তেল গরম হলে কাঠিতে গাঁথা মাংস গুলো দিয়ে দিন। -ভালো করে ভেজে নিন লাল করে। আঁচ মাঝারি রাখুন। বেশি আঁচ হলে মধু পুড়ে তিতকুটে হয়ে যাবে। -পরিবেশন করুন গরম গরম। হানি চিকেন কাবাব ভালো লাগে পরোটা বা লুচির সাথে, সাথে সালাদ থাকলে খেতে লাগবে চমৎকার। এই কাবাবের সাথে এক টুকরো লেবু পরিবেশন করতে ভুলবেন না যেন!

চিকেন শর্মা

Image
উপকরণঃ  ভেতরের পুরের জন্যঃ ১. আধা কেজি গোশত কিমা করা ২। ১ কাপ দই। ৩। ১/৪ কাপ ভিনেগার ৪. রসুন বাটা ১ চা চামচ ৫. ধনিয়া দেড় চা চামচ ৬. আধা চা চামচ লবণ। ৭. এলাচি ২টি, দারচিনি ৩/৪টি ৮. লেবু ১টি ৯. পেয়াজ বাটা ২ টেবিল চামচ। ১০. পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ। ১১. জিরা বাটা ১ চা চামচ ১২. মরিচ ৩-৪টা। সব উপকরণ একত্রে মিশিয়ে নিন। ঢেকে ফ্রিজে ৮ ঘন্টা রেখে দিন। সসপ্যানে অল্প তেল দিয়ে এতে পেয়াজ কুঁচি ছাড়ুন। পেয়াজ ভাজা হলে মিশ্রণটি দিয়ে রান্না করে নিন। সসের জন্যঃ  • ৪টি রসুন • ১/৪ চা চামচ লবণ • ১ কাপ ক্যানোলা অয়েল • ২টি ডিমের সাদা অংশ • কিছুটা লেবুর রস রসুন, লবণ আর কিছুটা তেল একসাথে ব্লেন্ড করে তারপর ডিমের সাদা অংশটা ঢেলে দিন (ব্লেন্ডার চালু অবস্থায়). তারপর একটু তেল একটু লেবুর রস, এভাবে বাকি তেলটুকু, ব্লেন্ডার চলতে থাকা অবস্থায় ঢেলে দিন। ক্যানোলা অয়েলের বদলে সয়াবিন তেল দিন। হয়ে গেল গার্লিক সস। রুটির জন্যঃ ১. ইস্ট ৩ চা চামচ। ২। ১/২ কাপ গরম পানি। ৩। ৩ কাপ ময়দা ৪. লবণ ১/৪ চা চামচ। ৫।১/২ চা চামচ চিনি। ৬।১ কাপ কুসুম গরম পানি। ইস্ট ১/২ কাপ পানিতে মিশিয়ে এতে চিনি দিয়ে ১০-১৫ মি...

ফ্রাই চিকেন

Image
উপকরণঃ মুরগি = ৬-৭ টুকরা করে কাটা সয়া সস = ২ টেবিল চামচ টম্যাটো / চিলি সস =১ টেবিল চামচ দুধ =১ টেবিল চামচ মেয়নেজ / মাখন = ২ চা চামচ অথবা ঘি = ১ চা চামচ পেঁয়াজ বাটা=১ চা চামচ রসুন বাটা= দেড় চা চামচ আদা বাটা = ১/২ চা চামচ বেকিং পাউডার = ১ চা চামচ ময়দা =৬ টেবিল চামচ লবণ, গোলমরিচ গুঁড়া, সরিষা গুঁড়া = পরিমাণ মতো তেল = পরিমাণ মত (ভাজার জন্য) প্রণালীঃ মুরগির টুকরো সয়া সস, টম্যাটো / চিলি সস ,দুধ,মেয়নেজ / মাখন / ঘি ,পেঁয়াজ, আদা, রসুন বাটা মেখে ৩-৪ ঘণ্টা রেফ্রিজারেটরে রেখে দিন । এবারে শুকনো ময়দায় লবণ,বেকিং পাউডার,গোলমরিচে র গুঁড়া, মাস্টার্ডের গুঁড়া মিশিয়ে নিন । মুরগি টুকরো গুলোতে এই মিশ্রণ ভালকরে চারপাশে মাখিয়ে নিন । ডুবো তেলে , অল্প আঁচে,সোনালী করে ভেজে তুলুন। বিঃদ্রঃ মুরগির টুকরায় ময়দা মাখানোর সময় হাত শুকনা রাখুন । এতে ময়দা দলা পাকিয়ে যাবেনা ।

খাসির ঝাল মাংস

Image
উপকরণ :  খাসির মাংস ১ কেজি, ছোট আলু ১৫টি, টক দই আধা কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, মরিচের গুঁড়া ২ টেবিল চামচ, এলাচি ৩টি, দারুচিনি ৪-৫টি, তেজপাতা ৩টি, ধনের গুঁড়া ১ চা-চামচ, হলুদের গুঁড়া ১ চা-চামচ, পেঁয়াজের কুচি আধা কাপ, তেল আধা কাপ, লবণ পরিমাণমতো, জিরার গুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচ ৪-৫টি। প্রণালি :  খাসির মাংসগুলো কেটে ধুয়ে টক দই দিয়ে ২০ মিনিট রেখে দিতে হবে । এরপর আদা বাটা, রসুন বাটা ও লবণ মাখিয়ে আরও ১৫ মিনিট রেখে দিতে হবে। পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজের কুচি ভেজে বাদামি করতে হবে। এবার এর মধ্যে আবার আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, এলাচি, দারুচিনি, তেজপাতা ও লবণ একসঙ্গে মিশিয়ে সামান্য পানি দিয়ে ভালোভাবে মসলাগুলো কষিয়ে নিতে হবে। ছোট আলুগুলো আগেই সেদ্ধ করে নিতে হবে। এবার কষানো মসলায় ছোট আলু ও মাংসগুলো ঢেলে দিন। সামান্য পানি দিয়ে সেদ্ধ করতে দিন। পানি কমে এলে তাতে জিরার গুঁড়া ও কাঁচা মরিচ দিয়ে আবার ঢেকে দিন। ভুনা ভুনা হলে নামিয়ে ফেলুন।

ইটালিয়ান স্ক্র্যাম্বল্ড এগ

Image
উপকরণ :  ডিম ৪টি, দুধ ২ টেবিল চামচ, লবণ ১/২ চা চামচ, কুচি পেঁয়াজ ১/২ চা চামচ, কাঁচা মরিচ কুচি ১/২ চা চামচ, তেল ১ টেবিল চামচ, বাটার ১ টেবিল চামচ, পনির গ্রেট ২ টেবিল চামচ, গোল মরিচ গুঁড়া ১/৪ চা চামচ, গাজর গ্রেট সিদ্ধ করা ৩ টেবিল চামচ। প্রণালি :  ডিম, দুধ, লবণ ও গোলমরিচ এক সাথে বিট করুন বিটার দিয়ে। চুলায় প্যান বসিয়ে দিন মাঝারি আঁচে। এরপর পেঁয়াজ, মরিচ কুচি ও গাজর ৫ মিনিট ভাজুন। জ্বালটা মাঝারি থেকে কমিয়ে ডিম দিয়ে দুই মিনিট ভাজুন। এবার পনির দিয়ে ৩০ সেকেন্ড ভেজে মাখন দিয়ে নেড়ে নামিয়ে নিন। ব্রেড টোস্ট দিয়ে পরিশেন করুন।

চিংড়ি মাছের মালাই কারি

Image
উপকরণ :  গলদা চিংড়ি আধা কেজি, হলুদ গুঁড়া ১ চা চামচ, বাটা মরিচ ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, পেঁয়াজ বাটা ১ চা চামচ, আদা বাটা আধা চা চামচ, কাঁচামরিচ বাটা আধা চা চামচ, ভিনেগার আধা চা চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ, লবণ পরিমাণমতো, সরিষার তেল পরিমাণমতো, শুকনা মরিচ টালা গুঁড়া আধা চা চামচ, গোটা জিরা আধা চা চামচ, নারিকেলের দুধ ৭-৮ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২টি। প্রস্তুত প্রণালি :  আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ পেঁয়াজ বাটা, লবণ ও হলুদ গুঁড়া দিয়ে মাখিয়ে চিংড়ি মাছ মেরিনেট করতে হবে। একটি ফ্রাইপ্যানে গোটা জিরা ফোরন দিয়ে চিংড়ি মাছ ভেজে নিতে হবে। আরেকটি ফ্রাইপ্যানে শুকনা মরিচ ফোরন দিয়ে পেঁয়াজ কুচিগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে ১ চামচ পেঁয়াজ বাটা, আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা, আধা চামচ মরিচ গুঁড়া, লবণ আধা চামচ, কাঁচামরিচ বাটা দিয়ে ভালো করে মশালা কসিয়ে নিয়ে ভাজা নারিকেলের দুধ দিয়ে দিতে হবে। বলক এলে ভাজা চিংড়ি মাছগুলো ছেড়ে দিতে হবে। ১০ মিনিট অল্প আঁচে রানা করলেই তৈরি হয়ে যাবে চিংড়ি

কাবাব গোশত

Image
উপকরণ : হাড়সহ গরুর মাংস এক কেজি, টক দই এক কাপ, পেঁয়াজ বাটা এক টেবিল চামচ, রসুন এক চা চামচ, আদা বাটা এক চা চামচ, জিরা বাটা এক চা চামচ, পোস্ত বাটা আধা চা চামচ, কাঠবাদাম বাটা এক চা চামচ, গোলমরিচ গুঁড়া এক চা চামচ, মরিচ গুঁড়া স্বাদ অনুযায়ী, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা তিনটি করে, জায়ফল বাটা এক চা চামচ, জয়ত্রী বাটা আদা চা চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা চা চামচ, ঘি এক কাপের চার ভাগের এক ভাগ , লবণ স্বাদমতো, চিনি এক টেবিল চামচ ,কেওড়া পানি এক টেবিল চামচ। যেভাবে তৈরি করবেন: গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন ।জায়ফল, জয়ত্রী ছাড়া সব উপকরণ দিয়ে মাংস ম্যারিনেট করে রাখুন এক ঘণ্টা ।কড়াইয়ে ঘি গরম করে গোটা গরম মসলা দিয়ে ফোড়ন দিন। এরপর ম্যারিনেট করা মাংস দিয়ে দিন ।মাংস নেড়ে লবণ ও চিনি দিন। মাংস কষানো হলে দুই কাপ পানি দিয়ে ঢেকে দিন ।সিদ্ধ হয়ে এলে ঘি ও বেরেস্তা, জায়ফল, জয়ত্রী দিয়ে নেড়ে অল্প আঁচে ঢেকে রাখুন ৩০ মিনিট । নামিয়ে পরিবেশন করুন কাবাব গোশত। 

পালং মুরগী

Image
উপকরণঃ মুরগী ৫০০ গ্রাম , পালং শাক, টক দই আধা কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, মরিচের গুঁড়া ২ টেবিল চামচ, এলাচি ৩টি, দারুচিনি ৪-৫টি, তেজপাতা ৩টি, ধনেগুঁড়া ১ চা-চামচ, পেঁয়াজের কুচি আধা কাপ, তেল আধা কাপ, লবণ পরিমাণমতো, জিরার গুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচ ৪-৫টি। প্রণালীঃ পানি গরম করে তাতে পালং শাক ও কাঁচা মরিচ দিয়ে ৫ মিনিট ঢেকে রাখতে হবে চুলা থীক নামিয়ে । এরপর পালং শাকের মিশ্রণটি ব্লেন্ডকরে নিতে হবে এমন পরিমাণে যে এটিই মুরগীর গ্রেভি হয়। এরপর সব মশলা দিয়ে মুরগীর মাংস মেখে রাখতে হবে ১৫ মিনিট । কড়াইতে তেল দিয়ে মুরগির কষাতে দিতে হবে । অল্প করে করে পানি দিয়ে ভালো করে রান্না করতে হবে । নামানোর সময় পালং শাকের মিশ্রণটি দিয়ে ভালো করে নেড়ে পাঁচ মিনিট রেখে নামিয়ে নিতে হবে ।এবার পরিবেশন করা যাবে।।

বেসনের লাড্ডু

Image
মুখরোচক ও লোভনীয় খাবারের মধ্যে লাড্ডু অন্যতম। মাত্র ১০ মিনিটে ঘরে বানিয়ে ফেলতে পারেন বেসনের মজাদার লাড্ডু। যা যা লাগবে:  বেসন ২ কাপ, ঘি ১ কাপ, চিনি ১ কাপ, কাজু বাদাম কুচি ৪ টেবিল চামচ, পেস্তা বাদাম কুচি ১ টেবিল চামচ, এলাচ এর গুঁড়ো ১ চা চামচ, দুধ আধা কাপ, ফুড কালার খুব সামান্য। যেভাবে তৈরি করবেন:  পাত্রে ঘি দিয়ে হাল্কা আঁচে বেসন দিয়ে ভাজুন। খেয়াল রাখুন বেসন যেন পুড়ে না যায়, বেসন ভাজার ঘ্রাণ বের হলে, দুধ এবং সামান্য ফুড কালার দিয়ে নাড়চাড়া করে নামিয়ে নিন। সবশেষে চিনি, এলাচ গুঁড়ো, বাদাম কুচি দিয়ে ভাল করে মিশিয়ে, হাতের তালুতে গোল গোল করে লাড্ডু বানিয়ে নিন।