গ্রেভি চিকেন গ্রিল

উপকরণঃ
১. মুরগি আস্ত ১টা২. আদাবাটা ১ টেবিল চামচ
৩. টমেটো সস ১ টেবিল চামচ
৪. রসুনবাটা ১ চা চামচ
৫. মরিচের গুঁড়া ১ টেবিল চামচ
৬. টক দই সিকি কাপ
৭. লেবুর রস ১ টেবিল চামচ
৮. তন্দুরি মসলা ১ টেবিল চামচ
৯. পোস্তদানাবাটা ১ টেবিল চামচ
১০. জায়ফল, জয়ত্রি, এলাচ, দারচিনি, বিট লবণ, জিরা ও পাঁচফোড়ন মিলিয়ে গুঁড়া করা ১ চা চামচ
১১. কেশর ১ চিমটি
১২. ঘি বা মারজারিন ৪ টেবিল চামচ
১৩. লবণ পরিমাণমতো
১৪. চিনি ১ টেবিল চামচ
১৫. পেঁয়াজ বেরেস্তা আধা কাপ
১৬. সাদা গোলমরিচ গুঁড়া সিকি চা চামচ
Comments
Post a Comment