মুরগীর শাহী রোস্ট

উপকরণঃ
১. আস্ত মুরগী ১টা২. পেঁয়াজ বাটা ১ কাপ
৩. আদা বাটা ১ টেবিল চামচ
৪. পোস্ত বাটা ১ টেবিল চামচ
৫. জায়ফল-জয়ত্রী বাটা আধা চা চামচ
৬. এলাচ ২ টুকরা
৭. দারচিনি ২ টুকরা
৮. রোজমেরি বাটা আধা চা চামচ
৯. গোলাপের পাপড়ি ১ চা চামচ
১০. কাজুবাদাম, পেস্তা, কিশমিশ বাটা ২ টেবিল চামচ
১১. টকদই ১ কাপ
১২. মিষ্টিদই সিকি কাপ
১৩. ক্রিম ২ টেবিল চামচ
১৪. পাপড়িকা ১ চা চামচ
১৫. পেঁপে বাটা ১ চা চামচ
১৬. বেরেস্তা ১ কাপ
১৭. ঘি সিকি কাপ
১৮. কাঁচামরিচ পরিমাণমতো
১৯. লবণ স্বাদমতো
Comments
Post a Comment