যা যা লাগবেঃ গরুর মাংসের কিমা- ১/২ কেজি, পিঁয়াজ কুচি- ১/২ কাপ, কাঁচামরিচ কুচি- ১ চা চামচ, সাদা সরিষা বাটা ১/২ চা চামচ মৌরি গুড়া -১/৩ চা চামচ আদা রসুন বাটা- -দেড় চা চামচ, পেপে বাটা -দেড় টেবিল চামচ আড়ং টক দই -২ টেবিল চামচ লেবুর রস- ১ চা চামচ, কাবাব মশলা- ১ টেবিল চামচ (এলাচি ,দারচিনি ,জয়ফল ,জয়িত্রি ,লং ,গোল মরিচ ,তেজপাতা সব মিলিয়ে গুড়া ) মরিচ গুড়া ,জিরা গুড়া ,ধনে গুড়া -১/২ চা চামচ করে দেড় চা চামচ পাউরুটি- ২ পিস অথবা বেসন ২/৩ টেবিল চামচ তেল- ২/৩ টেবিল চামচ গোলমরিচ গুঁড়া- ১/২ চা চামচ, ধনে পাতা এবং পুদিনাপাতা কুচি - ১ চা চামচ, লবণ স্বাদমতো।
Comments
Post a Comment