Posts

Showing posts from October, 2014

গরুর মাংসের হাড়ি কাবাব

Image
ঊপকরণঃ হাড় ছাড়া গরুর মাংস – ১ কেজি টক দই – দুই টেবিল চামচ পেয়াজ বাটা – ১ কাপ পেয়াজ কুচি – ২ টেবিল চামচ (ভেরেস্তা করার জন্য) রসুন বাটা – ২ টেবিল চামচ আদা বাটা – ১ টেবিল চামচ কাচামরিচ বাটা – ১/২ চা চামচ জয়ত্রী বাটা – ১/৪ চা চামচ জায়ফল বাটা – ১/৪ চা চামচ গোল মরিচের গুঁড়া – ১/২ চা চামচ লাল মরিচ গুঁড়া – ১ টেবিল চামচ জিরা বাটা – ১ চামচ ধনে গুঁড়া – ১ চা চামচ হলুদ গুঁড়া – ১ চা চামচ কাচামরিচ – ২ টা চিনি – ১/২ চা চামচ ভিনেগার (অথবা লেবুর রস) – ১ টেবিল চামচ তেল – দেড় কাপ তেজপাতা – ২ টি এলাচ – ৩ টি দারুচিনি – ৪ টুকরা লবংগ – ৪/৫ টি স্বাদমতো লবন প্রস্তুত প্রণালীঃ হাড়ি কাবাব করতে হবে দুই ধাপে। ১ম ধাপে প্রস্তুতি পর্ব, মাংস মেরিনেট করে ২য় ধাপে রান্না করতে হবে।

গরুর মাংসের ঝুরি কাবাব

Image
উপকরণঃ ১। গরুর মাংসের কিমা ৫০০ গ্রাম ২। পেঁয়াজ কুচি ১ কাপ ৩। কাবাব মসলা ৩ চা চামচ ৪। পেঁয়াজবাটা ৩ চা চামচ ৫। রসুন-আদাবাটা ২ চা চামচ ৬। জিরা গুড়া ২ চা চামচ ৭। ধনে গুঁড়া ২ চা চামচ ৮। মরিচ গুঁড়া স্বাদমতো ৯। সয়াবিন তেল প্রয়োজনমতো ১০। নারকেল কোরানো ১ কাপ ১১। গরম মসলা ৩টি ১২। তেজপাতা ৩টি ১৩। লবণ পরিমাণমতো ১৪। কাঁচা মরিচ ফালি স্বাদমতো প্রণালিঃ

গরুর মাংসের মেথি ভুনা

Image
গরুর মাংস খুব পছন্দ? যারা গরুর মাংস খুব ভালোবাসেন তাঁরা অনেকেই নিয়মিত গরুর মাংস খেতে খেতে বিরক্ত হয়ে যান। কিন্তু গরুর মাংসের ভিন দেশী পদ্ধতির রান্নাও ভালো লাগে না। একটু ঝাল-তেল-মসলার মধ্যেই ভিন্ন স্বাদ যারা পেতে চান তাঁরা গরুর মাংস দিয়ে মেধি ভুনা করে ফেলতে পারেন। গরুর মাংসের মেথি ভুনার স্বাদ ও ঘ্রাণ সাধারন পদ্ধতির তুলনায় ভিন্ন এবং খেতেও খুব মজাদার। আসুন জেনে নেয়া যাক গরুর মাংসের মেথি ভুনার রেসিপিটি। উপকরণ- # গরু মাংস ১ কেজি মাঝারি টুকরা করা # পেঁয়াজ মোটা করে কাটা ১ কাপ # লাল মরিচের গুঁড়া ৪ টেবিল চামচ # হলুদ গুঁড়া ২ টেবিল চামচ # কাঁচামরিচ আস্ত ৫-৬টি # ২টি এলাচ # দারুচিনি # মেথি ১ টেবিল চামচ # সয়াবিন তেল # পানি পরিমাণমতো।

কাবাব অন কাপস

Image
উপকরণ : গরুর মাংসের কিমা দুই কাপ, পাউরুটি দুই পিস, গোলমরিচের গুঁড়া এক চা চামচ, ধনে গুঁড়া এক চা চামচ, জিরা গুঁড়া এক চা চামচ, মরিচ গুঁড়া এক চা চামচ, গরম মসলা গুঁড়া এক চা চামচ, ওয়েস্টার সস এক চা চামচ, সয়াসস এক চা চামচ, কাঁচা মরিচ কুচি এক টেবিল চামচ, পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ, ধনেপাতা কুচি এক টেবিল চামচ, টমেটো সস তিন টেবিল চামচ, মাখন তিন টেবিল চামচ, সরিষার তেল এক টেবিল চামচ ও লবণ স্বাদমতো।

মাংসের কাবাব

Image
উপকরণ :  মাংসের কিমা ২ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ (বেরেস্তা), কাঁচামরিচ কুচি ৪-৫টি, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, কাবাব মসলা ১ চা চামচ, ডালবাটা আধা কাপ (সিদ্ধ), তেল ভাজার জন্য, ডিম প্রয়োজনমতো, বিস্কুটের গুঁড়া সামান্য।

গরুর মাংসের কিমা কাঠি কাবাব

Image
যা যা লাগবেঃ গরুর মাংসের কিমা- ১/২ কেজি, পিঁয়াজ কুচি- ১/২ কাপ, কাঁচামরিচ কুচি- ১ চা চামচ, সাদা সরিষা বাটা ১/২ চা চামচ মৌরি গুড়া -১/৩ চা চামচ আদা রসুন বাটা- -দেড় চা চামচ, পেপে বাটা -দেড় টেবিল চামচ আড়ং টক দই -২ টেবিল চামচ লেবুর রস- ১ চা চামচ, কাবাব মশলা- ১ টেবিল চামচ (এলাচি ,দারচিনি ,জয়ফল ,জয়িত্রি ,লং ,গোল মরিচ ,তেজপাতা সব মিলিয়ে গুড়া ) মরিচ গুড়া ,জিরা গুড়া ,ধনে গুড়া -১/২ চা চামচ করে দেড় চা চামচ পাউরুটি- ২ পিস অথবা বেসন ২/৩ টেবিল চামচ তেল- ২/৩ টেবিল চামচ গোলমরিচ গুঁড়া- ১/২ চা চামচ, ধনে পাতা এবং পুদিনাপাতা কুচি - ১ চা চামচ, লবণ স্বাদমতো।

পুরান ঢাকার স্বাদে গরুর মাংসের টিক্কা কাবাব

Image
উপকরণঃ গরুর মাংস ১ কেজি ( হাড় এবং চর্বি ছাড়া ) পেঁয়াজ ১ কাপ কুচি করা আদাবাটা ২ টেবিল চামচ রসুনবাটা ১ টেবিল চামচ হলুদ গুঁড়া সামান্য কাঁচা মরিচ সাজাবার জন্য ৫ থেকে ৬ টি মরিচ গুঁড়া ১ চা-চামচ টক দই ১ কাপ চিনি সামান্য পোস্তদানা বাটা ২ টেবিল চামচ দারচিনি ২ টুকরা এলাচ ৬টি ঘি আধা কাপ টমেটো কেচাপ ৩ টেবিল চামচ জায়ফল এবং জয়ত্রী বাটা ১ চা চামচ ভিনেগার ১ চাচামচ লবণ সাদমত

চকলেট স্পন্জ কেক উইথ ফ্রেশ ক্রিম আইসিং

Image
উপকরনঃ ডিম- ৪ টি, ময়দা- ১ কাপের থেকে ২ টেবিল স্পুন কম, ডার্ক কোকো পাউডার- ২ টেবিল স্পুন, কাস্টার সুগার / গুড়ো চিনি- ১ কাপ, বেকিং পাউডার-হাফ টি স্পুন, ১ টি স্পুন ভেনিলা এসেন্স, ৬০ গ্রাম গলানো বাটার.

Buttercream Icing

Image
INGREDIENTS: 1 cup butter or margarine 1 cup granulated sugar 1 cup milk 6 tablespoons flour 1 teaspoon vanilla extract 1 1/2 tablespoon cocoa if you want chocolate icing

গরুর গোশতের নবাবী তেহারি

Image
উপকরণঃ – গরু মাংস ১ কেজি – পোলাও চাল ১ কেজি – গোল আলু আধা কেজি – পেঁয়াজ কুঁচি আধা কাপ – আদা বাটা দেড় টেবিল চামচ – রসুন বাটা দেড় টেবিল চামচ – জিরা গুড়া ১ চা চামচ – কাঁচা মরিচ বাটা দুই টেবিল চামচ (ঝাল অনুযায়ী) – গোল মরিচ বাটা আধা চা চামচ – জয়ত্রী বাটা হাফ চা চামচ – জয়ফল বাটা এক চিমটি – বাদাম বাটা হাফ কাপ (যেকোনো বাদাম বাটা হলে চলবে) – গরম মশলা (এলাচি ৪/৫ টা, দারুচিনি ৪/৫ টুকরো) – লবন স্বাদমতো – চিনি আধা চা চামচ – কিসমিস দুই টেবিল চামচ – টক দই দেড় কাপ – ৫/৬ টি আস্ত কাঁচা মরিচ – তেল দেড় কাপ – পানি (গরম হলে ভালো, রান্না শুরুর আগে কিছু পানি গরম করে রেখে দেবেন)

লাহোরি বিরিয়ানি

Image
উপকরণঃ মাংসের জন্যঃ  - গরু/ খাসির মাংস ১ কেজি, - আদাবাটা দেড় টেবিল চামচ, - গুঁড়ো দুধ ৪ টেবিল চামচ, - টক দই আধা কাপ, - জিরা ১ চা চামচ, - দারচিনি ৪ টুকরো, - কাজুবাদাম বাটা ১ টেবিল চামচ, - কিশমিশ বাটা ১ টেবিল চামচ, - শুকনা মরিচ বাটা ১ টেবিল চামচ, - পুদিনা পাতা ১ কাপ, - জাফরান ২ গ্রাম, - পেঁয়াজ কুচি ২ কাপ - মালাই ২ টেবিল চামচ

বিকেলের নাস্তায় সহজ মিট লোফ

Image
উপকরণঃ গরুর মাংসের কিমা ১ কেজি পাউরুটি (ভিজিয়ে মেখে নেয়া) ১ কাপ পেঁয়াজ ১ কাপ (কুঁচি করা) গোলমরিচের গুঁড়ো ১\৪ চা চামচ কাঁচা মরিচ বাটা ১ চা চামচ পুদিনা বাটা ১ চা চামচ সরিষা বাটা দেড় চা চামচ টমেটো সস ৪ টেবিল চামচ বারবিকিউ সস ২ টেবিল চামচ ডিম ২টি লবণ পরিমাণমতো

ঝুরা মাংসের রোল

Image
উপকরণ:  ফ্রোজেন পরোটা ৪টি, ডিম ৪টি, রান্না করা ঝুরা মাংস পৌনে এক কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ। টমেটো কেচআপ, গ্রিন চিলি সস, সরিষার তেল স্বাদমতো। ক্যাপসিকাম কুচি আধা কাপ।

গরুর মাংসের ভুনা চাপ

Image
উপকরণ:  গরুর মাংস ১ কেজি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা আধা চা-চামচ, জিরা বাটা ১ টেবিল চামচ, ধনে বাটা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, চিনি আধা চা-চামচ, তেল সিকি কাপ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, তেজপাতা ২টা, এলাচি ৪টি, লবঙ্গ ৪টি, দারুচিনি ৪ টুকরা, টক দই আধা কাপ।

হান্টার বিফ

Image
উপকরণ: গরুর মাংসের চাকা (পেছনের রানের) ১ কেজি, সিরকা সিকি কাপ, লেবুর রস সিকি কাপ, ক্যারামেল বা গুড় ১ টেবিল চামচ, মিট টেন্ডারাইজার (সোরা) সিকি চা-চামচ, বেকিং সোডা আধা চা-চামচ, লবণ ২ টেবিল চামচ অথবা স্বাদ অনুযায়ী। প্রণালি: মাংসের চর্বি ও পর্দা ফেলে পরিষ্কার সুতি কাপড় দিয়ে পুরো টুকরাটার চারপাশ মুছে নিন। কিন্তু মাংসে কোনো পানি লাগাবেন না। সিরকা, লেবুর রস ও ক্যারামেল বা গুড় একত্রে মিশিয়ে মিশিয়ে নিন। লবণ ও সোডা গুঁড়া করে একত্রে মিশিয়ে অন্য একটি পাত্রে বেকিং সোডার সঙ্গে মিলিয়ে রাখুন। মাংসের ওপর লবণ ও সোরা এবং বেকিং সোডা মেখে সিরকার মিশ্রণ মিশিয়ে একটি স্টিলের পাত্রে নিয়ে কাঁটা চামচ দিয়ে কেচে নিন। এভাবে অল্প অল্প করে সিরকা, গুড় ও লেবুর রসের মিশ্রণ দিয়ে মাংস চারপাশ থেকে ভালো করে কেচে নিন। কেচা হয়ে গেলে মাংস থেকে পানি বের হবে। এই পানিতে মাংস চুবিয়ে ঠান্ডা খোলা বাতাসে দু-তিন দিন রাখুন। অতিরিক্ত গরম পড়লে রেফ্রিজারেটরেও রাখা যায়। এবার প্রচুর পরিমাণ পানিতে মাংস অনেকবার ধুয়ে নিন। তারপর ডুবো পানিতে সেদ্ধ করুন। একটি প্লেটে বা ট্রেতে নিয়ে মাংস খোলা বাতাসে রাখুন। মাংসের পানি একেবারে টেনে শু...