গরুর মাংসের ভুনা চাপ

উপকরণ: 


গরুর মাংস ১ কেজি, আদা বাটা ১ টেবিল

চামচ, রসুন বাটা আধা চা-চামচ, জিরা বাটা ১
টেবিল চামচ, ধনে বাটা ১ চা-চামচ, লবণ
স্বাদমতো, চিনি আধা চা-চামচ, তেল সিকি কাপ,
মরিচ গুঁড়া ১ চা-চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ,
তেজপাতা ২টা, এলাচি ৪টি, লবঙ্গ ৪টি,
দারুচিনি ৪ টুকরা, টক দই আধা কাপ।


প্রণালি: 


সব উপকরণ একসঙ্গে মাখিয়ে ৩-৪
ঘণ্টা রাখতে হবে। পরিমাণমতো পানি দিয়ে মৃদু
আঁচে রান্না করতে হবে। মাংস সেদ্ধ
হয়ে এলে নামাতে হবে।

Comments

Popular posts from this blog

পনির তৈরীর কলাকৌশল

ছানা বানানোর পদ্ধতি

ডো/খামির/ময়ান (পিজা, বনরুটি বা নানরুটি বানাতে পারেন খুব সহজেই)