গরুর মাংসের ঝুরি কাবাব

১। গরুর মাংসের কিমা ৫০০ গ্রাম
২। পেঁয়াজ কুচি ১ কাপ
৩। কাবাব মসলা ৩ চা চামচ
৪। পেঁয়াজবাটা ৩ চা চামচ
৫। রসুন-আদাবাটা ২ চা চামচ
৬। জিরা গুড়া ২ চা চামচ
৭। ধনে গুঁড়া ২ চা চামচ
৮। মরিচ গুঁড়া স্বাদমতো
৯। সয়াবিন তেল প্রয়োজনমতো
১০। নারকেল কোরানো ১ কাপ
১১। গরম মসলা ৩টি
১২। তেজপাতা ৩টি
১৩। লবণ পরিমাণমতো
১৪। কাঁচা মরিচ ফালি স্বাদমতো
প্রণালিঃ
হাঁড়িতে মাংসের কিমা, লবণ, পেঁয়াজ, রসুন, আদা বাটা, নারকেল কোরানো, জিরা, ধনে গুঁড়া, গরম মসলা মাখিয়ে পরিমাণমতো পানি দিয়ে রান্না করতে হবে। মাংস সেদ্ধ হয়ে ভাজা ভাজা হলে পাটায় বেটে নিতে হবে। চুলায় ফ্রাই প্যান দিয়ে তাতে তেল দিতে হবে। তেল গরম হলে পেঁয়াজ কুচি হালকা ভেজে মাংস বাটা দিয়ে ভাজতে হবে। তারপর কাঁচা মরিচ, ফালি কাবাব, গরম মসলা ও তেজপাতা দিয়ে নেড়ে অল্প আঁচে ভাজতে হবে। মাংসের ঝুরি কাবাব চুলা থেকে নামিয়ে পরিবেশন করতে হবে।
Comments
Post a Comment