নুডলস পিৎজা
উপকরণ:
ইনস্ট্যান্ট নুডলস ২ প্যাকেট
গ্রেটেড চিজ আধা কাপ
ডিম ৪টি
গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
কাঁচামরিচ কুচি ১ চা চামচ
টমেটো সস আধা কাপ
লবণ স্বাদমতো
অলিভ অয়েল ১ টেবিল চামচ
অরিগ্যানো ১ চা চামচ
ধনে পাতা কুচি ১ টেবিল চামচ
যেভাবে তৈরি করবেন:
নুডলস প্যাকেটের মসলা দিয়ে সিদ্ধ করে ঠাণ্ডাকরুন। ডিম ফেটিয়ে নিন। সব উপকরণ একসঙ্গে মিশান।
একটি ওভেন প্রুফ বাটিতে তেল মেখে নিন। এরপর মাখানো উপকরণ বাটিতে ঢালুন। মাইক্রোওভেনের সর্বোচ্চ তাপমাত্রায় ঢাকনা খোলা রেখে ৫ মিনিট রান্না করুন।
Comments
Post a Comment